
প্রকাশিত: Fri, Dec 30, 2022 3:47 PM আপডেট: Tue, Apr 29, 2025 10:47 PM
২০২৩ সালে ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
মঈন উদ্দীন: ডা. দীপু মনি বলেন, বর্তমানে দেশের ১২ কোটি মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় রয়েছে। আগামী বছরের মধ্যে দেশে ১ লাখ ১০ হাজার গ্রামীণ প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশনের আওতায় আসবে। এর মধ্যে ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে এই সংযোগ।
শুক্রবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দুই দিনব্যাপী ‘চতুর্থ ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-আইসিইসিটিই বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী ২০৩৫ সালের পর পরই আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত হবে আইসিটি সেক্টর, যেটি গার্মেন্টস সেক্টরকেও অতিক্রম করবে। প্রায় ২০ লাখ মানুষ আইসিটি সেক্টরে এখন কাজ করে। আগামী ৩ বছরের মধ্যে এটি হবে ৫০ লাখ। এছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে প্রায় এক কোটি মানুষ আইসিটি সেক্টরে কাজ করবে।
দুদিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪৬৫ গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ অংশ নিয়েছেন। সম্মেলনে ৬৯টি টেকনিক্যাল পেপার ও ৬ টি কি-নোট পেপার উপস্থাপন করা হবে। এছাড়াও ৪টি ইনভাইটেড টক, একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সম্পাদনা : মুরাদ হাসান
আরও সংবাদ
[১]এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার
[১]সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত
[১]শিশুরা গরমে কাহিল স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের
[১]স্কুল কলেজ খুলছে আজ, প্রাথমিকের জন্য বিশেষ নির্দেশনা [২] অ্যাসেম্বলি ও প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ থাকবে
[১]এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন
[১]জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা, ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

[১]এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

[১]সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

[১]শিশুরা গরমে কাহিল স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের

[১]স্কুল কলেজ খুলছে আজ, প্রাথমিকের জন্য বিশেষ নির্দেশনা [২] অ্যাসেম্বলি ও প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ থাকবে

[১]এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন
